সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে কলেজে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের প্রতিবাদে মানবন্ধন 

নাটোরে কলেজে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের প্রতিবাদে মানবন্ধন 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সোনাপাতিল-নলডাঙ্গা মহিলা কলেজে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে কলেজ চত্বরে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রত্না আহমেদের ব্যক্তিগত সহকারী আরাফ মাহতাব প্লাবন কলেজ পরিচালনা কমিটির সভাপতি হওয়ার পর নানা অনিয়মে জড়িয়ে পড়েন। সম্প্রতি কলেজে ডিগ্রি খোলার নামে ১২জন শিক্ষক নিয়োগ দিয়ে কোটি টাকা হাতিয়ে নেন তিনি। আর এই অনিয়ম দুর্নীতিতে প্রকাশ্যে সহযোগিতা করছেন এমপি রত্না আহমেদ।

পাশাপাশি এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় আব্দুস সালাম নামে একজন শিক্ষক কলেজের হিসাব রক্ষক কামরুল ইসলাম আজাদকে মারপিট করে। তদন্তের মাধ্যমে নিয়োগ বাণিজ্যের সাথে জড়িতদের আইনের আওতায় আনাসহ হিসাব রক্ষক কামরুল ইসলামের উপর হামলাকারী শিক্ষক আব্দুস সালামের বিচার দাবী করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষেণ করে। 

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …