রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / Uncategorized / নাটোরে কলা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরে কলা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে কলা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের পশ্চিম বড়গাছা এলাকার একটি কলা বাগান  থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান ও স্থানীয়রা জানান, দুুপুরে রেল স্টেশনের পশ্চিমে বড়গাছা পশ্চিম পাড়ার একটি পুকুরের পার্শের কলা বাগানে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পরয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে আলামত সংগ্রহ করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কোন কারন জানাতে পারেনি পুলিশ। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

আরও দেখুন

১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের …