সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

নাটোরে কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিরতিহীনভাবে বিকেল তিনটে পর্যন্ত ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে দেওয়ান মোহাম্মদ আশরাফুল ইসলাম ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হুমায়ুন কবির পেয়েছেন ১৩ ভোট।

সহ-সভাপতি পদে ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভাস্কর বাগচী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদুর রহমান খান চৌধুরী পেয়েছেন ১৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলী নেওয়াজ বিন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাজেদুর রহমান পেয়েছেন ৭ ভোট। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সুফি মোহাম্মদ মমতাজ রায়হান সিনা।

এগারো সদস্য বিশিষ্ট কমিটির অপর সাধারণ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …