রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে করোনা সংক্রমণ গতকালের চেয়ে দ্বিগুন

নাটোরে করোনা সংক্রমণ গতকালের চেয়ে দ্বিগুন


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা সংক্রমণ গতকালের চেয়ে দ্বিগুন। আজ ১৯ জানুয়ারি বুধবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে এই ঊর্ধ্বমুখী সম্প্রসারণে তথ্য পাওয়া যায়। গতকাল ৮২ জনের নমুনা পরীক্ষা করে মোট ২০ জন করোনা শনাক্ত হন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪.৩৯ শতাংশ। এ পর্যন্ত নাটোরে মোট ৩৩০৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৮৫৩৬ জন শনাক্ত হয়। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১৭৫ জন।

জেলা প্রশাসক শামীম আহম্মেদ জানান, এখনই জনগণ সচেতন না হলে, সংক্রমণের এই ঊর্ধ্বমুখী হার কোন ভাবেই ঠেকানো যাবে না। মানুষকে স্বাস্থ্যবিধি মানতে এবং মাস্ক পড়তে বাধ্য করার জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়েছে। এবং তারা নিয়মিত টহল দিচ্ছেন। তার পরেও জনসাধারণকে সচেতন হতে হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …