নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা সংক্রমণের হার আরও কিছুটা কমেছে। গতকাল ২৩৪ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৭৩ জন। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৩১.২০ শতাংশ। গতকাল যা ছিল ৩৪.৮১ শতাংশ । জেলায় গতকালের চেয়ে শনাক্ত কমেছে। আজ ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২৩৪জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৭৩ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে পাওয়া এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।এই ফলাফল জেলা থেকে সংগৃহীত নমুনা আরটিপিসিআর, জিন এক্সপার্ট এবং র্যাপিড এন্টিজেন্ট টেস্টের মাধ্যমে প্রাপ্ত। করোনা পজিটিভ এর অধিকাংশ অর্থাৎ ২০ জন নাটোর সদর উপজেলার। এছাড়াও কম বেশী সকল উপজেলাতেই করোনা সংক্রমনের ধারা অব্যাহত রয়েছে।
জেলায় এ পর্যন্ত ৩৪৬৭১জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৯৫৬৩ জন। তবে আজ সদর উপজেলায় শনাক্তের হার সর্বোচ্চ অর্থাৎ ৩৬.৬৭ শতাংশ। তবে নাটোর আধুনিক সদর হাসপাতালে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ১২ জন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ রায়। মানুষের উদাসীনতা এই সংক্রমনের ঊর্ধ্বমুখী হার বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
আরও দেখুন
সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন
নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …