সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে করোনা শনাক্ত বেড়ে ৬৮ জন

নাটোরে করোনা শনাক্ত বেড়ে ৬৮ জন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নতুন করে আরো দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের একজনের বাড়ি বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এবং অপরজনের বাড়ি লালপুর উপজেলার গৌরিপুরে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগী শনাক্ত হলো ৬৮ জন। তবে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৯ জন ও একজন মৃত্যুবরণ করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আক্রান্ত দুজন গত ৪ জুন নমুনা দিয়েছেন। আজ সোমবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি ল্যাব থেকে তাদের রেজাল্ট কারোনা পজিটিভ আসে।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, এ ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল এসেছে ১৩৯ নমুনার। এর মধ্যে পাঁচজনের নমুনা পজেটিভ এসেছে। এদের দুইজন নাটোরের এবং অপর তিনজন রাজশাহীর।

সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান দুই জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্ত দুজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …