রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে করোনা মোকাবেলায় প্রশাসনের নজরদারী ত্বরান্বিত

নাটোরে করোনা মোকাবেলায় প্রশাসনের নজরদারী ত্বরান্বিত

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে করোনা সর্তকতায় বিশেষ নজরদারি করছে প্রশাসন। বৃহস্পতিবার ও শুক্রবার নিয়মিত নজরদারির অংশ হিসাবে সদরের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত মেহেদী সেতু ও আবু হাসান জানান, নাটোরে কেউ করোনা আক্রান্ত না হলেও বিদেশ থেকে আসা ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিশেষ সতর্কতার অংশ হিসাবে সবাই কোয়ারেন্টাইনে ঠিকঠাক আছে কিনা তা নজরদারি করা হচ্ছে। তারই অংশ বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের আলাইপুর এলাকায় জনসচেতনতা গড়ে তুলতে মসজিদের ইমাম ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করা হয়। সম্প্রতি ঐ এলাকায় ইতালি ফেরত এক ব্যক্তি গা ঢাকা দিয়েছে।

এছাড়া সদরের লক্ষীপুর টলটলিয়া গ্রামে গিয়ে মালয়েশিয়া ফেরত জাকির মিয়ার স্বজনদের সতর্ক করা হয়। কয়েকদিন আগে জাকির মিয়া মালয়েশিয়া থেকে ফিরে নরসিংদী থেকে নাটোরে শ্বশুড়বাড়িতে বেড়াতে এসে ঘুরে বেড়াচ্ছিল। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করে জাকির মিয়াকে হোম কোয়ারেন্টানে রাখাসহ নজরদারি করতে অনুরোধ করা হয়।

এছাড়া শনিবার সকালেও শহরের দিঘাপতিয়া ও উত্তর চৌকিরপাড় এলাকা পরিদর্শন করে বিদেশ ফেরত ব্যক্তিরা ঠিকঠাক মতো হোম কোয়ারেন্টাইন মানছেন কিনা তা নজরদারি করা হয়। পরে কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নাজাজের পর করোনা সতর্কতায় সবাইকে সচেতন থাকার আহবান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। এই নজরদারী নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …