নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে জেলায় ক্ষতিগ্রস্থ ৪৫ জন খেলোয়াড়কে তিন লাখ ১৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ প্রদত্ত অনুদান প্রদান অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার দক্ষতার সাথে করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলা করছে। করোনাকালীণ সময়ে সরকার সাধ্যমত সকল শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়িয়েছে। কর্মহীন মানুষদের আর্থিক সুবিধা প্রদান করেছে। যে কোন দূর্যোগ পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা সরকারের আছে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জজকোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল প্রমুখ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার বিভিন্ন ইভেন্টের মোট ৪৫ জন খেলোয়াড়কে জনপ্রতি সাত হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ খেলোয়াড়রা পেলেন আর্থিক অনুদান
আরও দেখুন
লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …