নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সামগ্রী প্রদান করলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। রবিবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত সভা শেষে জেলার বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধক বুথ, মাস্ক ও অক্সিজেন কনসেনট্রেটেড প্রদান করেন তিনি।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামগ্রী প্রদান করেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাটোর নওগাঁ সংরক্ষিত আসনের সাংসদ রত্না আহমেদ পুলিশ সুপার লিটন কুমার সাহা নাটোর জজ কোটের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পৌর মেয়র উমা চৌধুরী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সংক্ষিপ্ত সভা শেষে ৪টি কন্সেন্ট্রেটর ৬০টি বুথ এক লক্ষ মাস্ক নগদ দেড় লক্ষ টাকা প্রদান করেন তিনি। এছাড়াও স্বেচ্ছাসেবকদের জন্য তিনশত গেঞ্জি এবং ক্যাপ তুলে দেন তিনি।
এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ রায় সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই করোনা প্রতিরোধক বুথ পৌরসভার বিভিন্ন স্থানে এবং বিভিন্ন সরকারি দপ্তরের সামনে স্থাপন করা হবে। যাতে করে লোকজন সেখানে গিয়ে হাত জীবাণুমুক্ত করে নিয়ে পুরাতন মাস্ক ফেলে দিয়ে নতুন একটি মাস্ক পড়তে পারে। এমন বুথ স্থাপনের উদ্যোগকে জনগন স্বাগত জানিয়েছে এবং সাধারন মানুষ অত্যন্ত আনন্দিত প্রতিমন্ত্রীর এমন উদ্যোগ গ্রহণ করায়।
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …