শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধ ও ত্রাণ সমাগ্রী সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধ ও ত্রাণ সমাগ্রী সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধ ও ত্রাণ সমাগ্রী সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। নাটোরের করোনা ভাইরাস প্রতিরোধ ও ত্রাণ সমাগ্রী সমন্বয় কমিটির প্রধান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নাটোর জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহরিয়াজ পিএএ। নাটোর করোনা প্রতিরোধ কমিটির সভায় জানানো হয় করোনা চিকিৎসায় নাটোরে সরকারি ভাবে ১৪০ টি এবং বেসরকারী ২০ টি আইসোলেশন বেড ও বেসরকারী খাতে একটি ভেন্টিলেটর মেশিন প্রস্তুত আছে। প্রতিটি উপজেলায় ১০ জনের টিম প্রস্তুত আছে করোনায় আক্রান্ত মৃত দেহের দাফন ও সৎকারের জন্য। নমুনা সংগ্রহ, ও চিকিৎসার জন্য ডাক্তার নার্স ট্রান্সপোর্ট এবং এ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে সংশ্লিষ্টদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর স্বল্পতা রয়েছে। এখন পর্যন্ত নাটোরে কোন করোনা রোগী সনাক্ত হয়নি।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …