সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে করোনা প্রতিরোধক টিকাদান কর্মসূচির ৪র্থ দিন আজ

নাটোরে করোনা প্রতিরোধক টিকাদান কর্মসূচির ৪র্থ দিন আজ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা ভাইরাস মহামারি থেকে মুক্তির প্রত্যাশায় করোনা প্রতিরোধক টিকাদান কর্মসূচির ৪র্থ দিন চলছে। আজ বুধবার বেলা ১০টার দিকে সদর হাসপাতালে এই কর্মসূচি শুরু হয়। প্রথম দিনে জেলায় নিবন্ধিত ২০৭ জনকে টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় দিনে করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন ৪১৬ জন এবং তৃতীয় দিনে ১১৩৪ জন। আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ করেছেন ৮০ জন বলে জানান কর্তব্যরত নার্স। গত তিন দিনে যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের কোন প্রকার সমস্যা হয়নি বলে জানান নাটোর আধুনিক সদর হাসপাতাল কতৃপক্ষ।

সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই টিকা দান কর্মসূচি চলছে।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, জেলায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিন গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করেছে ১১,২৩২জন। রেজিষ্ট্রেশনের সংখ্যা দ্রুত বাড়ছে বলে তিনি জানান।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …