নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা প্রতিরোধক টিকাদানের তৃতীয় দিন আজ। মঙ্গলবার সকাল নয়টা থেকে নাটোর আধুনিক সদর হাসপাতালে এই টিকা কার্যক্রমের শুরু করা হয়েছে। গত দুই দিনে ৪৩১ জন পুরুষ এবং ৯২ জন মহিলা টিকা নিয়েছেন। তবে এই টিকা গ্রহণের পর থেকে এখনো পর্যন্ত কারো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর না থাকায় টিকাগ্রহণ করার ব্যাপারে আগ্রহ লক্ষ্য করা গেছে জনগণের মাঝে। এ টিকা দেয়া হবে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। আপরদিকে জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান কর্মসুচি অব্যাহত রয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আবেদন করেছেন নয় হাজার জন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …