শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে করোনা টিকাদান শুরু

নাটোরে করোনা টিকাদান শুরু


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা টিকাদান শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে এই টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান প্রমুখ।

সকালে সদর হাসপাতালে প্রথম টিকা নেন মোহাম্মদ আলী নামে একজন স্বাস্থ্য কর্মী। প্রথম দিনে নিবন্ধিত ৪১জন কে টিকা দেয়া হবে বলে জানান সিভিল সার্জন কাজী মিজানুর রহমান। এ টিকা দেয়া হবে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

আপরদিকে জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সিংড়া উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। জেলায় এ পর্যন্ত মোট আবেদন করেছেন দুই হাজার এক’শ ৪৯জন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …