রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

নাটোরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা উপসর্গ নিয়ে লোকমান হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত লোকমান নাটোর সদর উপজেলার তেবাড়িয়ার মজনুর মোড় এলাকার মৃত সোলেমান প্রামানিক এর ছেলে।

স্থানীয়রা জানান, লোকমান নারায়ণগঞ্জ চাকরি করতেন। অসুস্থ হওয়ার কারণে গতকাল রাতে লোকমান এবং তার ছেলে মামুন নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন। তার জ্বর সর্দি এবং গলা ব্যথা ছিল। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ভ্যানের উপরেই লোকমান মৃত্যুবরণ করেন। লোকমান মারা যাওয়ার পর লোকমানের স্ত্রী এবং লোকমানের ছেলে বাসা থেকে পালিয়ে গিয়েছেন। বর্তমানে লোকমানের দুই মেয়ে সানজিদা ও নুরজাহান বাসায় আছেন। এলাকার লোকজন ধারণা করছেন লোকমান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। সবকিছু পরীক্ষা করে তারপরে বাড়ি লকডাউন সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

নাটোরে মিথ্যা মামলা ও সকল দপ্তরে ভুয়া তথ্য পাঠিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বাগাতিপাড়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সকল দপ্তরে অসত্য ভুয়া তথ্য পাঠিয়ে …