মঙ্গলবার , জানুয়ারি ১৪ ২০২৫
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

নাটোরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নাটোর আধুনিক সদর হাসপাতালের আইসলেশান ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়। মৃত নারী জেলার বাগাতিপাড়া উপজেলার সাতশৈল গ্রামের উজ্জল হোসেনর স্ত্রী রুমা বেগম(২২)। নাটোর আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আনছারুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রুমা বেগমকে নাটোর হাসপাতালে আনা হয়। তার গায়ে জ্বর, শ্বাসকষ্ট ছিল। এছাড়া তিনি ডায়াবেটিকসে আক্রান্ত ছিলেন। ইমারজেন্সির চিকিৎসক এ অবস্থা দেখে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রিপোর্ট করেন। কিন্তু রোগীর স্বজনরা রাজশাহী নিয়ে যেতে অপারগতা প্রকাশ করে। এ অবস্থায় রুমা বেগমকে নাটোর হাসপাতালের করোনা ইউনিটের আইসলেশান ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি আরো জানান, রোগীকে অক্সিজেন, নেবুলাইজার সহ অন্যান্য চিকিৎসা দেওয়া অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়। তিনি বলেন, রুমা বেগমের করোনা আক্রান্ত হয়েছিলেন কিনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। তবে রোগীর স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশ দেয়া হয়েছে।

আরও দেখুন

তারুণ্যের উৎসবে লোকনাট্য সমারোহে জনপ্রিয় লোকনাট্য আলকাপ গান মঞ্চস্থ॥ শিল্পীদের দূর্দশা কাটেনি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,‘আলকাপ’ মূলতঃ অবিভক্ত বঙ্গদেশের লোকসংগীত। অবিভক্ত মুর্শিদাবাদ অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের নিজস্ব এ লোকসংগীতের চর্চা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *