নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘন্টায় নাটোর সদর হাসপাতালে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৪৬ জন।
নাটোর সিভিল সার্জন সূত্র অনুযায়ী, জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭১২ জনের। আজকে সংক্রমনের হার গত দিনের চেয়ে ৯.২৭ শতাংশ কমে হয়েছে ২০.৫০শতাংশ।
এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭১২২ জন। সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৯ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪২৭০জন। জেলায় এপর্যন্ত মোট মৃত্যু ১২২ জন।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, করোনার এই মহামারী সময় সবাইকে সচেতন থাকতে হবে, বিধি নিষেধ মেনে চলতে হবে কারণ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।