নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা আক্রান্ত হয়েছেন একজন। গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের নমুনা পরীক্ষা করে একজন করোনা পজিটিভ হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.১৩ শতাংশ। গতকাল এই হার ছিল শূন্য শতাংশ। আক্রান্ত এই একজন সদর উপজেলার। এনিয়ে জেলায় ৩১১৭২ জনের নমুনা পরীক্ষা করে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৩২৮ জন। তবে গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৭২ জন।
আজ ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। র্যাপিড এন্টিজেন্ট টেস্ট এবং জিন এক্সপার্ট পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে। তবে আরটিপিসিআর ল্যাবের কোন ফলাফল আজকে পাওয়া যায়নি। নাটোর সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৬জন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …