নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শফিকুল ইসলাম কনক নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে নিজ বাড়ীতেই তার মৃত্যু হয়। কনক শহরের কানাইখালী মহল্লার ঠিকাদার পলাশ আহমেদের ছেলে ও ন্যাশনাল ব্যাংক নাটোর শাখার প্রথম নির্বাহী কর্মকর্তা।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশ কিছু দিন ধরেই করোনা ভাইরাসের উপস্বর্গ ছিলো কনকের শরীরে। এ নিয়ে তিনি গত শনিবার নাটোর সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে সেই দিনই তার নমুনা পরীক্ষায় করোনা পেজটিভ ধরা পরে। এর পর থেকে সে তার নিজ বাড়ীতেই চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে সে তার নিজ বাড়ীতেই মারা যায়। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পুন্ন করা হবে সহ তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
এনিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা ১৪ জন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …