মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু

নাটোরে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা যায়। সূত্রটি জানায় তিনজনই জুন মাসের বিভিন্ন সময়ে করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি ছিলেন। গতকাল তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃতদের মধ্যে তিনজন নারী এবং সদর উপজেলার বাসিন্দা। তারা হলেন মোমেনা বেগম (৪০) আইরিন (২২) রোকেয়া বেগম বেবি(৫৫)। মোমেনা বেগম জুন মাসের ২৪ তারিখ আইরিন ৩০ তারিখ এবং রোকেয়া বেগম জুন মাসের ৮ তারিখে করোনা আক্রান্ত হয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে প্রত্যেককেই বিভিন্ন সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৬০ জন। তবে নাটোর জেলায় শুক্রবারে কোন পরীক্ষা না হওয়ায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …