নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা আক্রান্ত হয়ে আব্দুল আজিজ নামে এক ভূমি কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্দুল আজিজ নলডাঙ্গা উপজেলা ভূমি অফিসের নাজির হিসেবে কর্মরত ছিলেন।
এনিয়ে গত এক সপ্তাহে নাটোরে অধ্যক্ষ, ব্যাংক কর্মকর্তা সহ তিনজনের মৃত্যু হল। নাটোর জেলা কালেক্টরেট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রথিন চন্দ্র মন্ডল জানান, গত ২১ মার্চ নলডাঙ্গা ভূমি অফিসের নাজির আব্দুল আজিজ এর করোনা সনাক্ত হয়। এরপর তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালেই বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। এদিকে, নাজির আব্দুল আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, নলডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন। এক শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে করোনা আক্রান্ত হয়ে আব্দুল আজিজ নামে এক ভূমি কর্মকর্তার মৃত্যু
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …