নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে করোনাভাইরাস আক্রান্তদের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে যান জেলা প্রশাসন মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা এবং পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। মঙ্গলবার দুপুরে তাঁরা পৌরসভার কান্দিভিটা এবং মল্লিকহাটি এলাকায় আক্রান্তদের বাড়িতে যান।
এ সময় প্রতিনিধিবৃন্দ আক্রান্তদের সঙ্গে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কথাবার্তা বলেন। তাদের সাহস যোগান এবং তাদের নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তারা আক্রান্তদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম,নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার সাহা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান,নাটোর জেলায় নতুন করে আক্রান্ত ব্যক্তিরা সকলেই সুস্থ রয়েছেন।
