নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনার সংক্রমণ আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৬ জন। এই ৬ জনই নাটোর সদর উপজেলার। এদের মধ্যে ৩ জন পুরুষ ৩ জন মহিলা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.২২ শতাংশ। গত শুক্রবার এই হার ছিল ১০ শতাংশ। এনিয়ে জেলায় ৩০৭৮৪জনের নমুনা পরীক্ষা করে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮২৯৩ জন। তবে গত কয়েকদিন পর জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা যান ১জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৭২ জন।
আজ ১৯ সেপ্টেম্বর রবিবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। নাটোর সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১০ জন। নমুনা পরীক্ষা না বাড়লেও শনাক্ত বেড়েছে আশংকাজনক হারে বলে জানান সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …