নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনার সংক্রমণ হার আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৬০ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৩৮ জন। এই ৩৮ জনের মধ্যে ২৮জন নাটোর সদর উপজেলার, ৭ জন বড়াইগ্রাম উপজেলার এবং ২ জন গুরুদাসপুরের ও ১ জন বাগাতিপাড়া। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৫৬ শতাংশ। গতকাল এই হার ছিল ১৬.৬৭ শতাংশ। এনিয়ে জেলায় ৩০৭২৭ জনের নমুনা পরীক্ষা করে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮২৮৫ জন। তবে গত কয়েকদিন পর জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১৭১ জন।
আজ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। নাটোর সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১০ জন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …