নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনার মৃত্যু মিছিলে যোগ হলো আরো একজনের নাম। গত ২৪ ঘণ্টায় নাটোর সদরের ৫৫ বছর বয়সী এক নারী মৃত্যু বরণ করেন। ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ১৭০ জনের। আজ ৬ সেপ্টেম্বর সোমবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্যে নিশ্চিত হওয়া গেছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৯৫ শতাংশ। জেলায় এ পর্যন্ত ৩০১৪০ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত ৮১৪০ জন। নাটোর সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন মোট ১৫ জন।
এরই মধ্যে আবারো সিনোফার্মের টিকা প্রদান শুরু হয়েছে। এ্যাস্ট্রোজেনেকার টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় এই টিকা প্রদান সাময়িক বন্ধ রয়েছে। টিকা মজুদ সাপেক্ষে আবারো টিকা দেয়া শুরু হবে বলে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …