সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে এসে বৃদ্ধের মৃত্যু

নাটোরে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে এসে বৃদ্ধের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে এসে নিজাম উদ্দিন(৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। মৃত নিজাম উদ্দিন উপজেলার গালিমপুর মন্ডলপাড়া গ্রামের মৃত নয়ন আলীর ছেলে।

জানা গেছে, টিকার দ্বিতীয় ডোজ নিতে হাসপাতালে আসেন নিজাম। এসে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রের লাইনেও দাঁড়ান তিনি। দ্বিতীয় ডোজ টিকা নিতে তার কাছে থাকা কাগজের ফটোকপি লাগবে জানতে পেরে সেটি ফটোকপি করতে দোকানে যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরেফিন নিজামের মৃত্যু সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজাম মারা গেছে। পরে তার পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তার করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …