শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে করোনায় ১৮ ঘণ্টায় তিন সহোদরের মৃত্যু

নাটোরে করোনায় ১৮ ঘণ্টায় তিন সহোদরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের বলারিপাড়া মহল্লায় করোনায় ১৮ ঘণ্টায় তিন সহোদরের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাত আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এই মর্মান্তিক ঘটনা ঘটে। তারা হলেন নাটোর শহরের ইসলামিয়া পচুর হোটেলের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম পচু, তার বড় ভাই বাবলু রহমান এবং ছোট ভাই জাহাঙ্গীর আলম। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে এবং শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তাদের পরিবারের দুই ছেলেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ নাটোরে ২২৮ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে নাটোরে করোনা আক্রান্ত হয়ে ৬৫ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি হিসেবে এই সংখ্যা আরো বেশি। লোকজন সচেতন এবং সাবধান না হলে নাটোরে আরো ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …