শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে করোনায় দুইজন মারা গেলেও আক্রান্ত হয়নি কেউ

নাটোরে করোনায় দুইজন মারা গেলেও আক্রান্ত হয়নি কেউ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেলেও নতুন করে কেউ শনাক্ত হয়নি। শনিবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা যায়। তারা জানান ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৯৪ জন।

অপরদিকে শুক্রবার ছুটির দিন থাকায় কোনো করোনা নমুনা সংগ্রহ করা হয়নি। বিধায় করোনা পজিটিভ শনাক্তও হয়নি কেউ। গতকাল শুক্রবারে ২৪ ঘন্টার ফলাফলে জেলায় মোট করোনা আক্রান্ত ছিল ৫৬১৪ জন। এদের মধ্যে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৭ জন।

তবে লকডাউন শিথিল করার পরে যেভাবে উপচে পড়া জনসমাগম দেখা গেছে বাজারগুলোতে তাতে ঈদের পরে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন করোনা চিকিৎসায় নিয়োজিতরা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার হত্যার ৬ বছর পরে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার ৬ বছর পর মামলার …