রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

নাটোরে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে গত ২৪ ঘন্টায় নাটোরে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বড়াইগ্রামে ২ জন এবং সদর হাসপাতালে ২জন মারা গেছেন। নাটোর সিভিল সার্জন সূত্রে জানা যায়, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬৮ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২০৬ জনের। এতে সংক্রমনের হার গত দিনের চেয়ে ১২.৫০ শতাংশ বেড়ে হয়েছে মোট ৩৩.০০ শতাংশ।

এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭১৯০ জন। সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৩৩৮জন। নাটোর জেলায় এপর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ১২৬ জন।

এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, সরকারি বিধি নিষেধ এবং স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। তিনি আরো জানান, এখন করোনা ভ্যাকসিন এর টিকা পর্যাপ্ত পরিমাণে রয়েছে হাসপাতালে, তাই যত দ্রুত সম্ভব টিকা গ্রহণ করুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …