নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনায় একজন সহ আরও তিন জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু ৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় ৮০৩ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ শনাক্ত হয়েছেন ২১৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬.৬৫ শতাংশ। করোনায় একজন এবং উপসর্গে দুইজন মারা গেছেন। নাটোর আধুনিক সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৯৫জন। জেলায় এ পর্যন্ত ২২৯৬১ জনের নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮২৮ জন।
