বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে করোনায় আরো ৪৪ জন আক্রান্ত

নাটোরে করোনায় আরো ৪৪ জন আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪৪ জন আক্রান্ত হয়েছে। ৪৪০ জলের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ শতাংশ।

সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, গত কয়েকদিন ধরেই শনাক্তের হার কমেছে। তবে এ নিয়ে সন্তুষ্ট হওয়ার কিছু নাই সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে চলতে হবে।

এনিয়ে জেলায় মোট শনাক্ত ৮১৮৪ জন। আজ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। তবে গত ২৪ ঘণ্টায় কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যান নি। মৃত্যু হয়েছে এ পর্যন্ত ১৭০ জনের। টিকা কার্যক্রম অব্যাহত থাকলে মৃত্যুর হারও ক্রমাগত কমতে থাকবে বলে জানান সংশ্লিষ্ট বিভাগ।

এরমধ্যে আবার ও গণটিকা কার্যক্রম শুরু করেছে সরকার। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র যারা ঘটিকায় প্রথম গ্রহণ করেছেন তাদের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। কিন্তু এরইমধ্যে সিনোফার্মের টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় আগামীকাল ৮ সেপ্টেম্বর থেকে আবারও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে এই টিকা কার্যক্রম।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …