সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে করোনায় আরও ৪ জনের মৃত্যু

নাটোরে করোনায় আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু ১৬৭ জনের। গত দুইদিন মৃত্যু শূন্য থাকার পর আজ এই চারজনের মৃত্যু হয়। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে ২৪ ঘন্টায় আরটিপিসিআর ল্যাবে ২০০ জনের নমুনা পরীক্ষা করে একজনও শনাক্ত হয়নি।

অনেকদিন যাবত পরীক্ষা হয়েছে কিন্তু শনাক্ত নাই এই প্রথম এমন ঘটনা ঘটেছে। নাটোর সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০%।

গতকাল সরকারি ছুটি থাকায় নাটোরে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং জিন এক্সপার্ট মেশিনে কোন নমুনা পরীক্ষা হয়নি। জেলায় এ পর্যন্ত ২৯৪১৪ জন এর নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হন ৮০৩৩ জন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …