নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘন্টায় নাটোরে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১০৪ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯৬ জনের। একদিনের ব্যবধানে আবারো সংক্রমণের হার ৮.৩১ শতাংশ বেড়ে হয়েছে ১৭.৪৪ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৯.১৩ শতাংশ। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭৫৪০জন।
সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগী কমে গেছে। হাসপাতালের ৭০ আসনের করোনা ডেডিকেটেড ওয়ার্ডে বর্তমানে ৪৮ জন রোগী ভর্তি আছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৪৮১জন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১৩৮ জনের।
