বুধবার , নভেম্বর ১৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে করলার জমিতে বিষ প্রয়োগে চার লাখ টাকার ক্ষতিসাধন

নাটোরে করলার জমিতে বিষ প্রয়োগে চার লাখ টাকার ক্ষতিসাধন

নিজস্ব প্রতিবেদক,সিংড়া:


নাটোরের সিংড়ায় শত্রুতাবসত এক কৃষকের দুই বিঘা করলার জমিতে বিষ প্রয়োগে করোলা গাছ ও করলা নষ্ট করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার দেবতপুর গ্রামের কৃষক রুহুল আমিনের জমিতে এই ঘটনা ঘটে।

করলা চাষী রুহুল আমিন জানান, তিনি অক্লান্ত পরিশ্রম করে দুই বিঘা জমিতে করলা চাষ করেন। জমি জুড়ে করলার ফলন আশানুরুপ হয়। বেচা বিক্রি ভাল হচ্ছিল। বাজারে করোলার দামও ভাল পাচ্ছিলেন। এরই মাঝে বুধবার গভীর রাতে কে বা কারা তার করলার জমিতে বিষ প্রয়োগ করে করলা গাছ ও করোলা নষ্ট করে।

বিষের কারণে গাছের পাতা শুকিয়ে গেছে। এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হবে বলে ধারনা করছেন তিনি। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

আরও দেখুন

নাটোরে ৬ সনাতন পরিবারে ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,, নাটোর শহরে ৬টি সনাতন পরিবারে ডাকাতি ও লুটের ঘটনা ঘটেছে।দুর্বৃত্তরা এসব পরিবারের সদস্যদের …