রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / নাটোরে কয়েকটি রাস্তার কাজের উদ্বোধন

নাটোরে কয়েকটি রাস্তার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভার কয়েকটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই নির্মাণ কাজের উদ্বোধন করবে পৌর মেয়র উমা চৌধুরী।

গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় প্রায় ২৭ লক্ষ ৬৯ হাজার টাকা ব্যয়ে নাটোর পৌরসভার ৮নং ওয়ার্ডে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠের দক্ষিণ পাশের ২০০ মিটার কার্পেটিং রাস্তা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুর রহমান চিনুর বাড়ির মোড় হইতে বড়গাছা পালপাড়া কালী মন্দির পর্যন্ত ১৩০ মিটার কার্পেটিং রাস্তা এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজিমের বাড়ি থেকে ফিরোজ হাজির বাড়ি পর্যন্ত ৩১০ মিটার কার্পেটিং রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবার বলে মনে করেন মেয়র।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …