নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সর্বাত্মক কঠোর লকডাউন চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা ও পুলিশ প্রশাসনের সদস্যদের টহল শুরু হয়েছে। জেলায় প্রবেশের প্রতিটি স্থাপনে বসানো হয়েছে পুলিশী চেকপোষ্ট। তল্লাশী করা হচ্ছে প্রতিটি মোড়ে মোড়ে।
তবে গত দিনে চেয়ে মানুষের আনাগোনা বেশ বেড়েছে অনেকটাই। কাঁচাবাজারে মানুষের ভীড় ছিলো প্রায় অন্যান্য দিনের মত স্বাভাবিক। মানুষের মধ্যে লকডাউন মানার প্রবণতা আর লক্ষ্য করা যাচ্ছেনা।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, নাটোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৫২ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩৯ জনের। সদর হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে মারা গেছে ৩ জন।
সংক্রমণের হার গতকাল বুধবারের চেয়ে ৬.৮৯ শতাংশ বেড়ে হয়েছে ৪৪.৮৩ শতাংশ। করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালের ভর্তি আছেন ১০৫ জন।