মঙ্গলবার , ডিসেম্বর ৩ ২০২৪
নীড় পাতা / আবহাওয়া / নাটোরে কনকনে শীতের সাথে হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন, শীতে কাঁপছে গবাদি পশুও

নাটোরে কনকনে শীতের সাথে হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন, শীতে কাঁপছে গবাদি পশুও


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কনকনে শীতের সাথে হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে সাধারণ মানুষ। খড় কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন দরিদ্র মানুষেরা। এদিকে মানুষজনের পাশাপাশি গবাদি পশুও কাঁপছে ঠান্ডায়। গবাদি পশুর শীত নিবারনে চটের বস্তা সহ কম দামের কম্বল কিনে পশুদের শরীরে জড়িয়ে দিচ্ছেন পশু পালনকারীরা। ঘনকুয়াশার কারণে রবি ফসলের পাশাপাশি অন্যান্য ফসলেরও ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা।

কর্মজীবীরা অনেকেই সঠিক সময়ে তাদের কর্মস্থলেও পৌঁছাতে পারছেনা শীতের কারণে। সবচেয়ে বেশী সমস্যায় পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। প্রচন্ড শীতের কারণে রাস্তায় মানুষজনের চলাফেরা অনেকটাই কমে গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষজন বাড়ীর বাহিরে বের হচ্ছেনা। এতে করে শ্রমজীবীদের আয় গেছে কমে। অতিরিক্ত ঠান্ডার কারণে হাসপাতালে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীরা।

আরও দেখুন

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …