নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কঠোর লকাউনের দ্বিতীয় দিনে ভোর থেকে বৃষ্টির কারণে শহরের রাস্তাঘাট ছিল প্রায় জনমানব শূন্য। বিশেষ প্রয়োজন ছাড়া বৃষ্টির মধ্যে কেউ বের হতে চাচ্ছে না। এছাড়া শহরের বিভিন্ন মোড়ে আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিও চোখে পড়ে। সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।
আজ শনিবার সকাল থেকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ও কাঁচা বাজার ছাড়া সকল ধরনের ব্যাবসা প্রতিষ্ঠান সহ বড় বড় মার্কেটগুলো বন্ধ থাকতে দেখা গেছে। দু’চারটি রিক্সা ও অটোরিক্সা ছাড়া কোন ধরনের যাত্রীবাহী পরিবহনও চলাচল করতে দেখা যায়নি। শুধুমাত্র জেলা শহরের নয় জেলার প্রতিটি উপজেলাতে শক্ত অবস্থান নিয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমান আদালত মাঠে রয়েছে।
আরও দেখুন
তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু
নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …