মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে কঠোর লকাউনের চতুর্থ দিনে মানুষ এবং যানবাহন চলাচল বেড়েছে

নাটোরে কঠোর লকাউনের চতুর্থ দিনে মানুষ এবং যানবাহন চলাচল বেড়েছে

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কঠোর লকাউনের চতুর্থ  দিনে শহরের রাস্তাঘাটে মানুষ এবং যানবাহনের চলাচল বেড়েছে। জীবীকার প্রয়োজন ছাড়াও অনেকে অপ্রয়োজনে বের হয়ে আসছে বাড়ি থেকে। শহরের বিভিন্ন মোড়ে আইন শৃংখলা বাহিনী চেক পোষ্ট বসিয়ে নানা ভাবে সচেতন করতে চেষ্টা করলেও তা কোন কাজে আসছে না।

আজ সোমবার সকাল থেকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ও কাঁচা বাজার ছাড়া সকল ধরনের ব্যাবসা প্রতিষ্ঠান, শপিং মলসহ বড় বড় মার্কেটগুলো বন্ধ থাকতে দেখা গেছে। রিক্সা ও অটোরিক্সার সাথে সাথে সিএনজি এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে।  তবে বড় ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল করতে দেখা যায়নি।

শুধুমাত্র জেলা শহরের নয় জেলার প্রতিটি উপজেলাতে একই অবস্থা বিরাজ করছে। তবে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমান আদালত মাঠে রয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …