শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে সেনাবাহিনী

নাটোরে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে সেনাবাহিনী


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে তারা টহল শুরু করেন। বগুড়া সেনানিবাস এর লেফটেন্যান্ট কর্নেল রেজাউল ইসলাম পিএসসি নেতৃত্বে ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ১৭ প্যারা পদাতিক ডিভিশনের ৩ টি টহল দল বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সারা জেলায় টহল দিচ্ছেন। এছাড়াও মাঠে বিজিবি র‌্যাব পুলিশ এর টহল দল। এমনিতেই ভোর থেকে লাগাতার বৃষ্টির কারণে লোকজন বাড়ির বাইরে আসতে পারছেন না।

আজ বৃহস্পতিবার নাটোর সদর হাসপাতালে ২৪ ঘন্টায় করোনাসহ উপসর্গে ৫ জন মারা গেছে। এই সময়ে নাটোরে নতুন করে রেকর্ড ২২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। রেকর্ড সংখ্যক ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার ৩৪ দশমিক ৬১ ভাগ। জেলায় মোট মৃত্যু ৫৬ জন।

আরও দেখুন

বাইরের দৃশ্য দেখতে গিয়ে ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত(১৫) শিশুর মৃত্যু …