শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে কঠোর লকডাউনেও বেড়েছে শনাক্তের হার ও মৃত্যু

নাটোরে কঠোর লকডাউনেও বেড়েছে শনাক্তের হার ও মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কঠোর লকডাউনেও বেড়েছে শনাক্তের হার বেড়েছে মৃত্যুও। ৭ দিনের সর্বাত্মক কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিন চলছে নাটোরে। আজ মঙ্গলবার সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশসদস্যদের টহল শুরু হয়। জেলা সদরসহ প্রতিটি উপজেলা পর্যায়ে ও শহর এলাকায় তাদের টহল দিতে দেখা গেছে। জেলার প্রবেশমুখগুলোতে   চেকপোষ্টের   মাধ্যমে   রাস্তায়   বের   হওয়া   মানুষসহ গাড়ি তল্লাশী চালানো হচ্ছে। রিক্সা, অটোরিক্সা ও পণ্যবাহীট্রাক ছাড়া অন্যান্য সকল প্রকার যান-বাহন চলাচল করতে দেখা যায়নি। তবে ৬ষ্ঠ দিনে মানুষের আনাগোনা বেশ বেড়েছে। লকডাউন সুষ্ঠুভাবে  চালাতে পুলিশের পাশাপাশি  রয়েছে  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃতে মোবাইলকোর্ট।

নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ৩০৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৯৭ জন আক্রান্ত হয়েছে। সংক্রমণের হার ৩১.৮০ শতাংশ। নাটোর আধুনিক সদর হাসাপাতালে ভর্তি আছে ১০৫ জন। গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ৬৫ জন দাড়ালো।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …