রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন

নাটোরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক…….. নাটোরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বিঘ্নে জেলার সকল উপজেলার বিভিন্ন দিঘী এবং নদীর ঘাটে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে। আজ ১৩ অক্টোবর রবিবার বিকেল তিনটা থেকে উপজেলার বিভিন্ন গ্রামের নদী বা জলাশয়ে নৌকায় করে দেবী দুর্গার প্রতিমা তুলে নিয়ে এবং শহরের বিভিন্ন মন্দির ও মন্ডপ থেকে প্রতিমাগুলো সারি সারি ভাবে ট্রাকে করে বঙ্গোজ্জল জয়কালী দীঘির ঘাটে আসে। এখানে পর্যায়ক্রমে সবগুলো প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়। শহরের বঙ্গোজ্জল জয় কালী দিঘী পাড়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমানের সভাপতিত্বে প্রতিমা নিরঞ্জন মনিটর করেন পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এখানে শহরের ২৮ টি প্রতিমাসহ জেলায় ৩৪৬ টি পূজা মন্ডপ থেকে প্রতিমাগুলো নিরঞ্জন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য প্রতিমা নিরঞ্জন উপলক্ষে নাটোরে সেনাবাহিনীর সদস্য, র্যাব এবং বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …