শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ওয়ার্কাস পাটির জেলা সম্মেলন অনুষ্ঠিত

নাটোরে ওয়ার্কাস পাটির জেলা সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নাটোরে ওয়ার্কাস পাটির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১২ টার দিকে দলের নেতা-কর্মী ও সমর্থকরা বৃষ্টি উপেক্ষা করে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ অডিটোরিয়ামে সম্মেলনস্থলে এসে উপস্থিত হন। পরে সেখানে দলের সভাপতি কমরেড অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা এমপি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, সদস্য মিজানুর রহমান মিজান সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সারাদেশে দূর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ অভিযান যেন কার্যকর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থমন্ত্রী বলেছেন দেশ থেকে টাকা পাচার করা হচ্ছে। এ পর্যন্ত ৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যারা ব্যাংকের টাকা লুট করেছে, যারা দেশের টাকা পাচার করে দেশের অর্থনীতির ক্ষতি করছে তাদের বিরুদ্ধে যেন এই দূর্নীতি বিরোধী অভিযান চালানো হয় তার দাবী জানান বক্তারা।

আরও দেখুন

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না-দুলু 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *