নিজস্ব প্রতিবেদক:
নাটোর প্রতিনিধি সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বাজেট বিরোধী বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আজ ২৫ জুন বেলা ১১ টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ ও সমাবেশ করেন তারা। লুটেরাদের পক্ষে বাজেট নয়, মেহনতি জনতার বাজেট চাই। এই শ্লোগানে বিক্ষোভ সমাবেশে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভেঙে দেয়া, টিসিবির ডিলারশীপ ও ওএমএস বৃদ্ধির পাশাপাশি পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করা, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনকারীদের চিহ্নিত করে বিচার করতে “বিশেষ কমিশন” গঠন করা ,ব্যাংকিং খাতে নৈরাজ্য লুট বন্ধ করা, “ব্যাংক কমিশন” গঠন করা ,অর্থ পাচার রোধ করা, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা অর্থ পাচারকারীদের গ্রেপ্তার ও বিচার করা খেলাপি ঋণ আদায়ে বিশেষ ব্যবস্থা নেয়া, ইচ্ছাকৃত খেলাপিদের অর্থ আদায় ও বিচার করতে “বিশেষ ট্রাইব্যুনাল” গঠন করার পাঁচ দফা দাবি উত্থাপন করেন তারা। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের ওর্যাকাস পার্টির জেলা সভাপতি ইব্রাাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওর্য়াকস পার্টির কেন্দ্রীয় সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ ওর্য়াকাস পার্টির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান, যুব মৈত্রীর নাটোর জেলার সভাপতি মাহাবুবুর রহমান।