নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নাটোর জেলা আওয়ামী ’লীগের আয়োজনে জেলা আওয়ামী’ লীগ কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়।অনুষ্ঠানের প্রথমেই জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকল ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৫ আগস্ট এর শহীদ স্মরণে নিরবতা পালন এবং সকল শহীদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-নওগাঁ আসনের সংরাক্ষিত মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমুখ।
আরও দেখুন
রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ
নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …