রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে এসটিসি ব্যাংকের সিলগালা করে বন্ধ করে দিয়েছে প্রশাসন

নাটোরে এসটিসি ব্যাংকের সিলগালা করে বন্ধ করে দিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে এসটিসি ব্যাংকের নাটোরের আলাইপুর শাখা সিলগালা করে বন্ধ করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ব্যাংকের সমস্ত কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা শরীফ উদ্দিন। এ সময় ব্যাংকের তিনজন কর্মচারী কর্মকর্তা ও একজন গ্ৰাহক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, এসটিসি ব্যাংক নামে একটি আর্থিক প্রতিষ্ঠান অবৈধভাবে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছিল। সমবায় অধিদপ্তরের নিবন্ধন নিয়ে তারা এই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছিল তাদের জয়েন্ট স্টক কোম্পানি, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ আর্থিক প্রতিষ্ঠান যে অনুমোদন থাকার কথা তাদের কাছে কিছুই ছিলনা। কোন গ্রাহক যাতে প্রতারিত না হন তার জন্য আগে থেকেই তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সময় এই ব্যাংকটির কোন ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে উপস্থিত হননি এবং তাদের অনুকূলে কোন কাগজপত্র দেখাতে পারেননি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …