নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের এসএসসি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশি দাদা ভ্যান চালক আছান আলির (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মেয়ের বাবা মহসিন আলী। গত সোমবার (৩১ মার্চ) ঈদের দিন আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে নাটোরে বড়াইগ্রাম জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মেয়ে ধুপইল হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী।অভিযুক্ত আছান আলি একই এলাকার মৃত আসকান আলির ছেলে।
ভুক্তভোগী মেয়ে জানায়, ঈদের দিন সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে বাড়ির সবাই ঈদের নামাজ পড়তে গেলে। ভুক্তভোগী মেয়ে নিজ বাড়িতে একা বসে রান্না করছিল। এসময় ফাঁকা বাড়ি পেয়ে ভ্যানচালক আছান (৫০) তাকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী মেয়ের চিৎকার শোনে আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত ভ্যান চালক আছান পালিয়ে যায়।
ভুক্তভোগী মেয়ের বাবা জানান, ঈদের দিন সকালে বাড়ির সবাই ঈদের নামাজ পড়তে গেলে তার মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে আছান। একপর্যায়ে মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আছান পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনকে জানালে তারা বিষয় টা মীমাংসা করার চেষ্টা করেন । কিন্ত অভিযুক্ত আছান তাদের মীমাংসাকে প্রত্যাখ্যান করেন। এবং থানায় অভিযোগ না করার জন্য ভুক্তভোগী মেয়ে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দিতে থাকে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। দ্রুতই মামলার রেকর্ড করে আসামিকে গ্রেফতার করা হবে।
