নিজস্ব প্রতিবেদক:
নাটোরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তঃত ৫জন আহত হয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করাহয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার দিকে ও দুপুর ১টার দিকেসদর উপজেলার একডালা বাবুর পুকুরপাড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু লোহার পাইপ,রড ,হাতুরী ও ৪টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান ওস্থানীয়রা জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সমর্থক আবুল মেম্বার ও স্থানীয় এমপি শফিকুল ইসলাম শিমুল সমর্থক ইউসুফ আলী গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।পরে আবুল সমর্থকরা শহর থেকে আরো কয়েকজন সমর্থককে নিয়ে গিয়ে ইউসুফ সমর্থকদের ওপর লোহার রড, লোহার পাইপ ,হাতুরী ওচাকু নিয়ে হামলা করে কয়েকজনকে আহত করে। আহতদের মধ্যে জনি নামের একজনের পেটে চাকু ঢুকিয়ে জখম করা হয়। তাকেউন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেপ্রেরণ করা হয়েছে। অন্যদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করাহয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লোহার রড, লোহার পাইপ ওহাতুরী সহ ৪টি মোটার সাইকেল জব্দ করে। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ -আহত ৫
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …