নিজস্ব প্রতিবেদক
নাটোরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পঙ্কজ নাথ এর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল তিনটায় নাটোর প্রেসক্লাবের সামনের রাস্তায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
অপপ্রচার বিরোধী জোট, নাটোর এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচির সংগঠক ও জেলা পরিষদ, নাটোর এর সদস্য শফিউল আযম স্বপন নারদ বার্তাকে জানান, এমপি পঙ্কজ দেবনাথ এর বিরুদ্ধে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে যারা অপপ্রচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …