সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে এবার ৩৮৯টি মন্ডপে দুর্গাপূজা হবে

নাটোরে এবার ৩৮৯টি মন্ডপে দুর্গাপূজা হবে

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে এবার ৩৮৯টি মন্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। আসন্ন দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র প্রমুখ।

সভায় আগামী ১ থেকে ৫ অক্টোবর যথাযোগ্য মর্যাদা ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রত্যেক মন্ডপে শান্তি-শৃংখলা সমুন্নত রাখতে মন্ডপের নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োগ, পুলিশ ও আনসার বাহিনী সহযোগে নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভব হলে প্রত্যেক মন্ডপে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ এবং ভ্রাম্যমান পর্যবেক্ষণ টিম কাজ করা হবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …