নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চংধুপইল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জুলহাস আলী (৫৫) সহ ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির অফিসসহ কয়েকটি দোকানে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। সোমবার (৩১) রাত সোয়া ১১ টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আব্দুলপুর গ্রামের সেকেন্ডার প্রামাণিকের ছেলে জুলহাস আলী (৫৫), রিপন আলী আলীর ছেলে রাফি (২২), করিম মন্ডলের ছেলে অন্তর (২১), জারেফ আলীর ছেলে শিশির (১৪), হাজজাজের ছেলে শুভ্র (৩০) ও আলমগীর (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাওড়া রেল ব্রিজের লটারি ক্রয়বিক্রয় নিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফের আত্মীয় ইসলামপুর গ্রামের নাহিদ ও তার বন্ধু আরিফুল সহ কয়েকজন বিএনপি নেতা জুলহাসের আত্মীয় রাফি, অন্তর ও শিশিরকে মারধর করে। এই ঘটনার জেরে রাতে পুনরায় দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষ সংঘর্ষে জড়ায়। এসময় আরিফের সমর্থক শুভ্র, কালামের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির অফিস সহ কয়েকটি দোকানে ভাংচুর চালায়। এতে উভয় পক্ষের জুলহাস আলী, শুভ্র ও আলমগীর আরও ৩ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।